Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দরিদ্র মা’র জন্য মাতত্বকাল ভাতা
বিস্তারিত

দারিদ্রমার জন্য মাতত্বকালীন সেবা- সুবিধাভোগী হওয়ার আবশ্যিক শর্ত:

ক) সুবিধাভোগী মায়ের বয়স অবশ্যই ২০ থেকে ৩৫ বছরের মধ্য হতে হবে।

খ) শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় সন্তান গর্ভধারণকারী মা সুবিধাভোগী হবেন। 

গ) সুবিধাভোগী জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামুলক। জাতীয় পরিচয়পত্র ছাড়া কোন সুবিধাভোগী বনবন্ধিত হবেন না।

সবিধঅভোগীর হওয়ার যোগ্যতাঃ

ক) কম আয়ের পরিবার সমূহ বিশেষত গ্রামীন এলাকার জন্য দৈনিক দিন মজুর হিসাবে জীবিকা নিবাহ করেন রিকশা/অটো রিকশা/ভ্যান চালক ,কৃষি শ্রমিক.কামার,ধোপা,কুলি এরকম

খ)প্রকৃত অর্থে ভূমিহীন অর্থাৎ খানা বা পরিবারের কোন জমি অধবা নিজ মালিকানার বসতভিটা ১৫ শতক অথবা কম।

ইউনিয়ন কমিটির মাধ্যমে আবেদন করে  উপজেলা কমিটিতে প্রেরণ করতে হবে।


ডাউনলোড