Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি
বিস্তারিত

কর্মপৌসূচীর কৌশলগত লক্ষ্য ও উদ্দেশ্যঃ

১। মা ও শিশুর মৃত্যূহার হ্রাস ,২।মাতৃদুগ্ধ পানের হার বৃদ্ধি , ৩ ।গর্ভাবস্থায়,প্রসব ও প্রসবোত্তর সেবা বৃদ্ধি, ৪।স্বাস্থ্য ও জন্ম নিয়ন্ত্রন, ৫।গৃহ ও নিরাপদ পরিবেশ, ৬।জীবিকার মান উন্নয়ন, ৭। পুষ্টি সহায়তা প্রদান

শহর এলাকার দরিদ্র কর্মজীবী দুগ্ধদায়ী মা এবং তাদের শিশুদের জন্য উপরে উল্লেখিত লক্ষ্য কেন্দ্রিক কার্যক্রম বাস্তবায়ন করার মাধ্যমে সার্বিক জীবন-যাত্রার মান উন্নয়ন করা।

এ সেবার আওতায় দরিদ্র কর্মজীবী মায়েদের ০৩ বছর মেয়াদী মাসিক ৮০০/- হিসাবে ভাতা পেয়ে থাকেন।